উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম
রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন ৬ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটসহ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একাধিক দল আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে আপ্রাণ চেষ্টা করছে। ওই ভবনের আশপাশে উৎসুক জনতার ভিড়ের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে প্রবেশ করতে বাধাপ্রাপ্ত হচ্ছে আগুন নেভানোর কাজে আসা ফায়ার সার্ভিসের যানগুলো। উৎসুক জনতা নিয়ন্ত্রণে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে।
আগুনে ইতোমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে বঙ্গবাজারের বহু টিনের দোকান। আশপাশের ভবনেও ছড়িয়েছে আগুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আগুন লাগা এলাকায় নতুন বিড়ম্বনা উৎসুক মানুষের অতিরিক্ত চাপ। তাদের সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করেও সরানো যাচ্ছে না জনতাকে।
ধোঁয়ার কারণে অন্ধকারে আচ্ছন্ন বঙ্গবাজারের আশপাশের এলাকা। মাইকিং করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বারবার উৎসুক জনতাকে সরে যাওয়ার অনুরোধ করতে দেখা গেছে। সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যে পরিমাণ উৎসুক মানুষের ভিড় ছিল ৯টার পর থেকে তা দ্বিগুণের বেশি হয়। সকাল ১০টার দিকে মানুষের ভিড় আরও বাড়ে। মূলত সকালে কিছু ব্যবসায়ী আর দোকানের কর্মচারীরা ছুটে আসেন। আবার যেসব ব্যবসায়ীর বাসা দূরে তারাও এখন পৌঁছেছেন। সেই সঙ্গে আশপাশ এলাকার মানুষ আসায় আগুন নেভাতে দমকল বাহিনীকে বেগ পেতে হচ্ছে।