উৎসুক মানুষের ভিড়, বের হতে পারছে না অ্যাম্বুলেন্স
রাজধানীর গুলিস্তানে নর্থ সাউথ রোডের সুরিটোলা স্কুলের কাছাকাছি একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১জন নিহত হয়েছে। এ ছাড়া অর্ধশতাধিক আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া বাকি আহতদের নেওয়ার জন্য একের পর এক অ্যাম্বুলেন্স আসছে। তবে, উৎসুক জনতার ভিড়ে এসব অ্যাম্বুলেন্স হতাহতদের নিয়ে বের হতে পারছে না।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর পরই যে যেভাবে পারছে আহতদের বাঁচাতে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এরপর তাদের সঙ্গে যোগ দেয় ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সেচ্ছাসেবীরা। সেখানে পৌঁছায় র্যাব, ডিএমপির ক্রাইমসিন ইউনিট, আনসার সদস্যরা। ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকারও যাচ্ছেন সেখানে।
সন্ধ্যায় সরেজমিন দেখা গেছে, ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত ভবনটিতে লেডার (সিঁড়ি) লাগিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিভিন্ন সংস্থার লোকজন কাজ করছে। তবে উৎসুক জনতার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ধার অভিযান। হাজার হাজার মানুষ ঘটনাস্থল ঘিরে রেখেছে। তাদের কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলো ঠিকভাবে কাজ করতে পারছেন।
প্রত্যক্ষদর্শী মিজান বলেন, বিস্ফোরণ হওয়া ভবন থেকে ১০০ গজ দূরে একটি চা স্টলে বসে চা খাচ্ছিলেন। বিস্ফোরণের তীব্রতায় চা স্টলসহ পুরো এলাকা কেঁপে উঠেছিল। পরে আমরা কয়েকজন দৌড়ে ঘটনাস্থলে আসি। এসে দেখি ভবনের নিচে অনেক মানুষ পড়ে আছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে ১১ জন মারা গেছে।’
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বিস্ফোরণের ঘটনায় আমাদের এগারোটি ইউনিট সেখানে কাজ করছে। আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে অনেকে গুরুতর আহত।’