এই সরকার থাকলে কেউ শান্তিতে বসবাস করতে পারবে না : আফরোজা আব্বাস
এই সরকার ক্ষমতা থেকে না গেলে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারব না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে গ্রেপ্তার হওয়া মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতির বাড়িতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে সোনিয়া আক্তার স্মৃতিকে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্মৃতির বাড়িতে গিয়ে তাঁর দুই শিশু সন্তানের হাতে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী এবং তাঁর বাবার হাতে আইনি সহায়তার জন্য নগদ অর্থ তুলে দেন।
আফরোজা আব্বাস বলেন, ‘এই সরকারকে পদত্যাগ করার সুযোগ আমরা দেব না। আমরা চাই, এই সরকারের অপসারণ। যেভাবে স্বৈরাচারী সরকারকে হটানো হয়েছিল, সেভাবেই জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে গদি থেকে নামিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে তাদের অধিকার ফিরিয়ে দেব।’
এ সময় আফরোজা আব্বাসের সঙ্গে মহিলা দলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, অ্যাডভোকেট আসাদুজ্জামান লাল, গাজী আহসান হাবীব, মজিদ বিশ্বাসসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘সোনিয়া আক্তার স্মৃতি কোনো অন্যায় করেননি, তিনি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’