একটাই কথা, এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় : মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, বিভিন্ন প্রতিষ্ঠান দিয়ে বিএনপিকে দমন করে রেখে, দেশবাসীকে দমন করে রেখে সরকার ক্ষমতায় টিকে থাকবে। তারা একটা ইতিহাস ভুলে গেছে... পৃথিবীতে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি এবং স্বৈরাচারকে যেতে বাধ্য করা হয়েছে। আমাদের এখন একটাই কথা—এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আজ শনিবার বিএনপির ‘১ অক্টোবর ২০০১ : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন মির্জা আব্বাস।
মির্জা আব্বাস বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, তারা সংবিধানবিরোধী কথা বলে। অথচ এই সংবিধানকে কাটা-ছেঁড়া করে শেষ করে দিয়েছে এই সরকার। তারা আবার লম্বা লম্বা কথা বলে।’
বিএনপিকে সভা-সমাবেশ করার অনুমতি দিতে হবে দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘আমাদের প্রেসক্লাবে জায়গা দেবেন না, আমাদের ফুটপাতে জায়গা দেবেন না। আমাদের সভা-সমাবেশ করতে দেবেন না, এটা হবে না। সব মানুষের মুখে একটা আওয়াজ—আওয়ামী লীগ বোধ হয় গেল, বিএনপি বোধ হয় আসছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগ যাবে, বিএনপি ইনশাআল্লাহ আসবে।’
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক এই মেয়র বলেন, ‘আওয়ামী লীগের পতন আমাদের ঘটাতেই হবে যেভাবেই হোক। এই শত্রুকে নিপাত করতে হবে। এরা থাকলে আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, এ দেশে গণতন্ত্র থাকবে না, এ দেশের মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে না।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সভাপতিত্বে ও সহপ্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ডা. এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুব দলের সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদির ভুঁইয়া, মহিলা দলের হেলেন জেরিন খান, ছাত্রদলের ফজলুর রহমান খোকন, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, রাষ্ট্র বিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা সিরাজউদ্দিন আহমেদ, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, শিরিন সুলতানা, আজিজুল বারী হেলাল, হালিমা নেওয়াজ আরলী, রেহানা আখতার রানু, শাম্মী আখতার, অনিন্দ্র ইসলাম অমিত, আমিনুল হক, মীর নেওয়াজ আলী, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদরু, রফিকুল আলম মজনু, এসএম জাহাঙ্গীর, ইয়াসীন আলী, আরিফা সুলতানা রুমা, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।