একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, ঝুঁকিতে শিশুরা
কুষ্টিয়ায় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন সাদিয়া খাতুন (২৪) নামের এক গৃহবধূ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো পাঁচ সন্তানের জন্ম দেন তিনি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচ শিশু সুস্থ ছিল। তবে গর্ভধারণের প্রায় ছয় মাসের মাথায় এই শিশুদের জন্ম হওয়ায় তাদের ওজন কম হয়েছে। এ কারণে শিশুরা ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে চার মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।
সাদিয়া খাতুন কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের কলেজপাড়া এলাকার সোহেল রানার স্ত্রী।
এদিকে, একসঙ্গে পাঁচ সন্তান জন্মদানের খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে ওই শিশুদের দেখতে হাসপাতালে ভিড় করেন অনেক মানুষ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহীন আক্তার সুমন বলেন, ‘বাচ্চাদের সুস্থ করে তোলার জন্য চিকিৎসা চলছে। তবে ঝুঁকি থেকেই যাচ্ছে। তাদের ওজন কম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের শিশু বিভাগে অথবা শিশু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাচ্চাগুলোর ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম।