একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু ১ এপ্রিল
একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন আগামী ১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন ডাকা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে আবার অধিবেশন বসতে হবে। ফলে আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। তবে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্য গত কয়েকটি অধিবেশনের আগে করোনা মহামরির কারণে কার্য-উপদেষ্টা কমিটির সভা হয়নি।
এর আগে গত ১৮ জানুয়ারি একাদশ সংসদের একাদশ ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়ে গত ২ ফেব্রুয়ারি শেষ হয়। ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ছয়টি বিল পাস হয়।