একুশে ফেব্রুয়ারিতে সারা দেশে র্যাবের ৭০০ টহল দল
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে আগামীকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে র্যাবের ৭০০টি টহল দল থাকবে। এ টহল দলে মোট দুই হাজার ৮২৬ র্যাব সদস্য থাকবেন।
আজ রোববার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। র্যাব বলছে, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, ঢাকার ভেতরে টহল দল থাকবে ৩২৩টি। এজন্য এক হাজার ২২২ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন। আর, ঢাকার বাইরে থাকবে ৩৭৭টি টহল দল। এ ক্ষেত্রে সারা দেশে এক হাজার ৬০৪ জন র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে মোট ৭০০ টহল দল এবং দুই হাজার ৮২৬ জন র্যাব সদস্য নিয়োজিত থাকবেন।
র্যাব জানিয়েছে, এ ছাড়া রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে ৫৬টি টহল দল মোতায়েন করা হবে। এ ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় নিরাপত্তায় স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পুরো এলাকায় সিসি টিভি ও এলইডি প্যানেল থাকছে ৫১টি।
চারটি বম্ব ও ডগ সুইপিং টিম নিয়োজিত থাকবে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। বিশেষ নজরদারি, গোয়েন্দা কার্যক্রম ও স্পেশাল অ্যাকশনের জন্য প্রস্তুত থাকবে ২৫৪ জনের একটি দল। এ ছাড়া মোতায়েন থাকবে পিকআপ (ভিভিআইপি স্কর্ট) ও মোটরসাইকেল টহল টিম।
এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘শহীদ মিনার এলাকাসহ সারা দেশে আমাদের পোশাকে ও সাদা পোশাকে টহল দল নিয়োজিত থাকবে। র্যাব সদর দপ্তরের স্পেশাল ফোর্স সব সময় প্রস্তুত থাকবে।’
চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানস্থল ও কৌশলগত স্থানে নিরাপত্তা নিশ্চিতে আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। আমাদের ব্যাটালিয়নগুলো তাদের নিজ নিজ অধিক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকবে। সাদা পোশাকে এবং পোশাকে আমাদের সদস্যেরা সারা দেশে মোতায়েন থাকবেন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে আমরা সাদা পোশাকধারী নিরাপত্তা দল মোতায়েন করেছি।’
চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে শহীদ মিনার এলাকাসহ সারা দেশে আমাদের পোশাকে এবং সাদা পোশাকে টহলদল নিয়োজিত থাকবে। র্যাব সদর দপ্তরের স্পেশাল ফোর্স সব সময় প্রস্তুত থাকবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এখন থেকে আমাদের হেলিকপ্টার প্রস্তুত আছে ও থাকবে। যেকোনো সময় যেকোনো প্রয়োজনে আমরা হেলিকপ্টার মুভ করাতে পারব। স্পেশাল ফোর্সকে মুভ করানোর মতো পরিবেশ আমাদের রয়েছে। আমরা শিশু ও নারীদের নিরাপত্তায় সতর্ক থাকব। যেসব নাগরিক শহীদ মিনারে আসবেন, তাঁদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, যেন আমরা সবার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখি।’
‘ভার্চুয়াল জগতে মিথ্যা ও উসকানিমূলক তথ্য ছড়ানোসহ অন্যান্য সাইবার অপরাধ রোধ করতে র্যাবের সাইবার অপরাধ মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে’, যোগ করেন র্যাবের ডিজি।
নাগরিকদের সুবিধায় যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার জন্য একটি মুঠোফোন নম্বর দিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘আমি একটি নম্বর দিচ্ছি। যেকোনো প্রয়োজনে সেখানে আপনারা যোগাযোগ করবেন। আমাদের নম্বর হলো—০১৭৭৭৭২০০২৯।’
এক প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, ‘শহীদ মিনার ভাঙচুর বা যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে সংঘটিত না হয়, সেজন্য সারা দেশে পোশাকে, সাদা পোশাকে আমাদের সদস্য এবং গোয়েন্দা দল নিয়োজিত করেছি। তারা তাদের টহল কার্যক্রম পরিচালনা করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যাতে সংঘটিত না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি।’
চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও বলেন, ‘একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আমরা কোনো ধরনের থ্রেট আশা করছি না। এমন কোনো গোয়েন্দা তথ্যও আমাদের কাছে নেই। তবে, আমাদের নিরাপত্তাব্যবস্থা যতটুকু নেওয়া দরকার, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করব।’