এক দিনের জন্য সুইডেনের রাষ্ট্রদূত বাংলাদেশি রুনা
এক দিনের জন্য ঢাকায় সুইডেনের দূতাবাসের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশি তরুণী রুনা। আজ সোমবার সুইডেন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
রুনা বলেন, ‘আমি আজকের জন্য বাংলাদেশে সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত। এই দায়িত্ব পেয়ে আমি আত্মবিশ্বাস পাচ্ছি, আমিও নেতা হতে পারি।’
এক দিনের জন্য রাষ্ট্রদূত হওয়া বাংলাদেশি তরুণী রুনা বলেন, ‘নেতৃত্বের মাধ্যমে আমার মতো অন্য মেয়েদের সুযোগ বৃদ্ধিতে, বিশেষ করে ডিজিটাল নিয়ে জানাশোনা বাড়ানোর ক্ষেত্রে প্রভাব রাখতে পারি।’