এক বছর পর হিলি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ভারতীয় পাঁচটি ট্রাকে ১৩০ মেট্রিক টন কয়লা আমদানি করা হয়।
ফুলবাড়ীর গুপ্তা এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের ঝাড়খণ্ডের রানীগঞ্জ থেকে এসব কয়লা আমদানি করছে।
গুপ্তা এন্টারপ্রাইজের মালিক রাজু গুপ্তা জানান, বাংলাদেশে কয়লার ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে ইন্দোনেশিয়ার কয়লা মানভেদে প্রতি মেট্রিকটন বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ হাজার টাকায়। তাই দাম সহনীয় পর্যায়ে রাখতে ভারত থেকে কয়লা আমদানি করা হচ্ছে।
রাজু আরও জানান, প্রতি মেট্রিক টন কয়লা ৯৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। দেশে সরবরাহ বেড়ে গেলে দাম অনেক কমে আসবে।
রাজু গুপ্তা জানান, আজ প্রথম দিনে ভারতীয় পাঁচটি ট্রাকে ১২৯ মেট্রিক টন ৯২০ কেজি কয়লা আমদানি করা হয়েছে। মোট ২০০ মেট্রিকটন কয়লা আমদানির জন্য এলসি করা হয়েছে।