এনজিওকর্মীকে ধর্ষণ শেষে হত্যার দায়ে যাবজ্জীবন
ফরিদপুরের বোয়ালমারীতে এক এনজিওকর্মীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিপন মোল্লা নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। এ সময় মামলার বাকি আট আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় দেন।
রায় ঘোষণার সময় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি রিপন মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৯ সালের ১২ জুলাই ওই নারী তার কর্মস্থল বোয়ালমারীর এনজিও অফিস থেকে খালার বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে রাতে নিজ বাড়িতে যাওয়ার পথে আসামি রিপন মোল্লা তাকে রাস্তার পাশে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ শেষে গলায় গামছা পেচিয়ে হত্যা করেন। ওই দিনই এনজিওকর্মীর বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। পরে মামলার যাবতীয় সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতের বিচারক আজ রায় দেন।
মামলা থেকে খালাসপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সাইদ মাতুব্বর, ফজর খা, বক্কার মোল্লা, রফিক মোল্লা, মিকু মাতুব্বর, রঞ্জু সরদার, বিপুল সরদার ও ওবায়দুর মোল্লা।
এদিকে এই রায়কে স্বাগত জানিয়ে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট স্বপন পাল বলেন, ‘আমরা রাষ্ট্রপক্ষ, আমরা ন্যায়বিচার পেয়েছি এই মামলায়।’