এনটিভির কম্বল পেয়ে খুশি সাতক্ষীরার বেতনাপারের মানুষ
ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে প্রকৃতি। কনকনে শীতে জবুথবু হয়ে পড়েছেন বেতনাপারের মানুষ। দিনভর সূর্যের দেখা মিলছে না। শীত নিবারণে তাঁরা খড়কুটা জ্বালিয়ে তাপ গ্রহণ করছেন। এমন অবস্থায় তাঁদের মধ্যে শীতবস্ত্র নিয়ে হাজির বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।
এই কম্বল হাতে পেয়ে শীতার্ত মানুষ খুশিতে ভরে উঠলেন। তাঁরা বললেন, তাঁদের অসময়ে এনটিভির এই উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
গত বুধবার সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন প্রত্যন্ত গ্রাম গোয়ালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনটিভির পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
এ সময় আসাদুজ্জামান বাবু বলেন, ‘এনটিভি এই প্রত্যন্ত অঞ্চলকে শীতবস্ত্র প্রদানের এলাকা হিসেবে বেছে নেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।’
এ উপলক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরদাস মণ্ডল। আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহেদুজ্জামান শাহেদ, নিলীপ কুমার মণ্ডল, নুরুল ইসলাম মগরেব, রমেশ চন্দ্র, রামপ্রসাদ রায়, কালিদাস রায়, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিরুজ্জামান বাবু, এনটিভির ক্যামেরাপারসন আরিফুল ইসলাম আশা, দ্য এডিটর্সের ক্যামেরাপারসন রেজাউল ইসলাম প্রমুখ। এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি সুভাষ চৌধুরী এ সময় কম্বল বিতরণে সহায়তা করেন।
কম্বল হাতে পেয়ে দারুণ খুশি বেতনাপারের মানুষ। এই গ্রামের গোলাম রসুল বললেন, ‘এই বেতনা এক সময় ছিল খরস্রোতা নদী। এর তীরে গড়ে উঠেছিল জেলেপল্লির বিশাল জনপদ। নদীতে মাছ ধরে আর বিলে ধান চাষ করে চলত তারা। এখন চর পড়ে পলি জমে বেতনা শুকিয়ে গেছে। জেলেরা হয়ে পড়েছে বেকার। তারা হারিয়েছে কৃষিজমি। এরই সঙ্গে এ বছর যুক্ত হয়েছে করোনা মহামারি। বৃদ্ধি পেয়েছে তাদের দারিদ্র্য। এমন অবস্থায় এনটিভি আমাদের হাতে কম্বল তুলে দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।’
কম্বল হাতে পেয়ে বৃদ্ধা অদিতি মণ্ডল বলেন, ‘আমরা বেতনাপারের অবহেলিত মানুষ। কেউ আমাদের খোঁজখবর রাখে না। আমরা কম্বল হাতে পেয়ে খুব খুশি হয়েছি। এনটিভির দেখাদেখি অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থাও আমাদের সহায়তায় এগিয়ে আসতে পারে।’
স্থানীয় শিক্ষক নিলীপ কুমার মণ্ডল বলেন, ‘দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে শীতের শুরুতেই কম্বল বিতরণ অন্যদের উৎসাহিত করবে। আমরা আশা করছি এনটিভির দেখাদেখি অনেকেই এগিয়ে আসবে।’
কম্বল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু বলেন, ‘আমাদের ধারণা ছিল এনটিভি কেবল সংবাদ, বিনোদন, খেলাধুলাসহ বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ। এখন দেখছি এনটিভি দুর্যোগকালে মানুষের কাছে সহায়তার হাত বাড়িয়ে দেয়। তারা মানুষের দুঃসময়ে সহানুভূতি প্রকাশ করে বলে ধন্যবাদ। এনটিভি এই এলাকাকে বেছে নেওয়ার জন্য আমার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
কম্বল হাতে পেয়ে বৃদ্ধ বাদল রায় বললেন, ‘এবারের শীতটা কিছুটা হলেও নিবারণ করতে পারব।’
অনুষ্ঠানের সভাপতি ঠাকুরদাস মণ্ডল বলেন, ‘জেলার কোথাও এখন পর্যন্ত কম্বল বিতরণ না করা হলেও এনটিভি আমাদের মধ্যে কম্বল নিয়ে এসেছে। আগামীতেও তারা আমাদের সহায়তায় এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি।’