এনটিভির স্টাফ রিপোর্টার মারুফ আহমেদের স্ত্রীর ইন্তেকাল
কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির স্টাফ রিপোর্টার অ্যাডভোকেট মারুফ আহমেদের স্ত্রী মতিয়া জাহান (৪৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শহরের আলোরমেলা এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মতিয়া জাহান সদর উপজেলার কলাপাড়া হাজি আব্দুল গফুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তিনি স্বামী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাগলা মসজিদ প্রাঙ্গণে আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর জানাজা শেষে পাগলা মসজিদ কবরস্থানে মতিয়া জাহানের মরদেহ দাফন করা হবে।