এনবিএ ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক সই
বেসরকারি টেলিভিশন ও রেডিওর নিউজ প্রেজেন্টারদের সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স বাংলাদেশ (এনবিএ) এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে আজ বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এর পক্ষে সিইও প্রফেসর ডা. এম এ রশিদ এবং এনবিএ প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত রিতু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির মাধ্যমে নিউজ ব্রডকাস্টার্স এলায়েন্স বাংলাদেশ এর সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যরা এ হসপিটালে নানান সুযোগ সুবিধা পাবেন।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রফেসর মাহমুদুর রহমান ও এনবিএ সাধারণ সম্পাদক জাবেদ কারদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সিনিয়র নিউজ প্রেজেন্টাররা উপস্থিত ছিলেন।