এবার রাজধানীর তাঁতীবাজারে আগুন
রাজধানীর তাঁতীবাজারে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ মঙ্গলবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম।
লিমা খানম বলেন, ‘একটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চারটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট যাচ্ছে। তবে, কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও জানা সম্ভব হয়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও।’
এদিকে আজ মঙ্গলবার সকাল ১০টা ৪৫ মিনিটে রাজধানীর চকবাজারের একটি পাঁচতলা ভবনের সিরামিকের গুদামে আগুন লাগে। ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টা ৫মিনিটের দিকে।