এবার লকডাউনের আওতায় নাটোরের আট পৌরসভা
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এবং সংক্রমণের হার বাড়তে থাকায় নাটোরের আটটি পৌরসভায় আজ বুধবার সকাল থেকে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে এবং তা কার্যকর হচ্ছে।
আজ থেকে ২৯ জুন পর্যন্ত লকডাউনের মেয়াদ ও পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক শামীম আহমদ গণমাধ্যমকে এ তথ্য জানান।
সিদ্ধান্ত কার্যকরে সকাল থেকেই নাটোর জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর আগে শুধু নাটোর সদর ও সিংড়া পৌর এলাকায় দুই দফায় ১৪ দিনের লকডাউন দেওয়া হয়েছিল।
নতুন করে আট পৌরসভা এলাকায় জারি করা লকডাউন চলাকালে ওষুধ ও নিত্যপণ্যের দোকান ব্যতীত সব বন্ধ রাখার কথা বলা হয়েছে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিত্যপণ্যের দোকান খোলা রাখা যাবে। আগামী সাতদিন পৌর এলাকার মধ্যে জরুরি ছাড়া কোনো যানবাহনও চলাচল করবে না।
নাটোরে গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ৩৬ দশমিক ৯৫ শতাংশ অর্থাৎ ১০২ জনের শনাক্ত হয়েছে। একদিনে নাটোরের দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।