এবার শাপলা চত্বরের মামলায় মামুনুলকে রিমান্ডে চায় পুলিশ
এবার ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এই আবেদন করেন। আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র আরও জানায়, মামুনুল হক বর্তমানে মোহাম্মদপুর থানার একটি মামলায় সাত দিনের রিমান্ডে রয়েছেন। সেই মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করে মতিঝিল থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ও রিমান্ডের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৯ এপ্রিল মোহাম্মদপুর থানায় ভাঙচুর ও নাশকতার একটি মামলায় মামুনুল হকের সাত দিনের রিমান্ডে আবেদন করে পুলিশ। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত সাত দিনের রিমান্ডই মঞ্জুর করেন।
এর আগের দিন অর্থাৎ গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।