এবার হেফাজতের ঢাকা মহানগরের নায়েবে আমির গ্রেপ্তার
এবার হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ যোবায়েরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
আজ শুক্রবার বিকেলে লালবাগের বাসা থেকে এই হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
সন্ধ্যায় এনটিভি অনলাইনকে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মাওলানা যোবায়েরকে তাঁর লালবাগের বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতে তোলা হবে।’
ডিবির লালবাগ বিভাগের এক ঊর্দ্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাওলানা যোবায়েরের বিরুদ্ধে ২০১৩ সালে শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনার অভিযোগ রয়েছে। ওই সময় দায়ের করা মামলার আসামিও তিনি।
এর আগে, বিভিন্ন অভিযোগে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী, সহপ্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্লাহকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করা হয়।