এলপি গ্যাসের দাম কমল
ভোক্তা পর্যায়ে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। নতুন দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হবে এক হাজার ৪২২ টাকা। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন এই দর আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪৯৮ টাকা। সে হিসাবে গত মাসের তুলনায় দাম কমেছে ৭৬ টাকা।