‘এলো খুশির ঈদ’, শুভেচ্ছা ব্রিটিশ হাইকমিশনারের (ভিডিও)
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন ও ডেপুটি হাইকমিশনার জাভেদ প্যাটেল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক ভিডিও বার্তায় তাঁরা সবাইকে শুভেচ্ছা জানান।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন আজ শুক্রবার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ... আমরা জানি, এবারের রমজান সারা পৃথিবীর মুসলমানদের জন্য একটি কঠিন রমজান। তাই আসুন, আমরা একটি প্রশান্তিময়, স্বাস্থ্যকর ও উন্নত বিশ্ব গড়তে এ ঈদের সময়টাকে শান্তির প্রতিচ্ছবি, কৃতজ্ঞতা জ্ঞাপন, সহানুভূতি ও উদারতার সঙ্গে উদযাপন করি। ঈদ মোবারক। সবাই নিরাপদে থাকবেন।’
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে করোনা পরিস্থিতিতে সারা দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনাভাইরাসজনিত মহামারির কারণে এবারও জাতীয় ঈদগাহে হচ্ছে না ঈদের জামাত।