এসএসসি পাস করেই তিনি এডিশনাল এসপি!
পরিচয় দেন পুলিশ কর্মকর্তা হিসেবে। চলাফেরা করেন বাহিনীর পোশাক পরে। অথচ সবই ভুয়া। দীর্ঘদিন ধরে এই ছদ্ম পরিচয়ে বহুজনের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। গোয়েন্দা জালে ধরা পড়ার পর বেড়িয়ে আসছে জিল্লুর রহমান জেলিনের আসল চেহারা।
তথ্যমতে জানা যায়, পুলিশ কর্মকর্তা সেজে লাখ লাখ টাকা প্রতারণা করেছেন তিনি। এসএসসি পাস জিল্লুর পরিচয় দেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট করেছেন। অবশেষে গোয়েন্দা জালে ধরা পড়তে হলো তাকে।
পুলিশের দেওয়া তথ্যমতে, জিল্লুর রহমান জেলিন মিথ্যার বেসাতি সাজিয়ে গড়েছেন নকল ভাবমূর্তি। এসএসসি পর্যন্ত পড়ালেখা করলেও সবাইকে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে বিবিএ ও এমবিএ করেছেন।
পুলিশ জানায়, জেলিন নিজের পরিচয় দেন বিসিএস পুলিশ ২৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে। চলাফেরা করেন এডিশনাল এসপির র্যাঙ্ক লাগানো পোশাকে। ২০১৭ সালে প্রচার করেন এসপি হিসেবে পদোন্নতি পাওয়ার খবর। যদিও ২৮তম ব্যাচের কেউই এখনও এসপি হননি। এতোসব মিথ্যাকে ধারণ করে কাউকে চাকরি দেওয়ার কথা বলে, কারও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে কিংবা জরুরি ধার নেওয়ার নাম করে বহুজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়েছেন ভুয়া এসপি জেলিন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের (সাইবার) যুগ্ম কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘জেলিন পুলিশে কর্মরত না হয়েও পুলিশের পোশাক, ব্যাজ এবং কীভাবে ট্রেনিং করানো হয় সেটার ম্যানুয়েল ক্রয় করেন। এছাড়াও তিনি পুলিশের সার্ভিস টাইও সংগ্রহ করেছেন। এ কাজগুলো করতে নিশ্চয় তাকে পুলিশের এ বিষয়গুলো জানে এমন কেউ সাহায্য করেছে। তাকে যারা যারা সাহায্য করেছে সবাইকেই আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। প্রতারণা ছাড়া জেলিন অন্য কোনও অপরাধে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ।
জেলিনকে ধরার পর গোয়েন্দা সদস্যরা জানিয়েছে, প্রতারণা করে অর্থ আত্মসাৎ করতেই একের পর এক মিথ্যার মালা গেঁথে নিজের উজ্জ্বল ভাবমূর্তি গড়েন এ প্রতারক।