এসপি হলেন ৪৭ অতিরিক্ত পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।
যাদের পদোন্নতি দেওয়া হয়েছে
মো. আজিজুল ইসলাম, হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, ড. চৌধুরী মো. যাবের সাদেক, মো. মোস্তফা কালাম রাশেদ, মোহাম্মদ মহিউদ্দীন আহমদ, মুহাম্মদ মিনহাজুল ইসলাম, মোহাম্মদ বিল্লাল হোসেন, এ কে এম এমরান ভুঞা, মো. আব্দুর রহমান, মোহাম্মদ রুহুল কবীর খান, কাজী নুসরাত এদীব লুনা, মো. কুদরত ই খুদা, মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, বেগম রওনক জাহান, মো. নূর আলম সিদ্দিকী, খন্দকার ফজলে রাব্বি, মধুসূদন রায়, মো. জাহেদ পারভেজ চৌধুরী, মোহাম্মদ মাহবুব আলম খান, সৈকত শাহীন, নুতন চাকমা, মোহাম্মদ শফিউর রহমান, নিষ্কৃতি চাকমা, দীপকজ্যোতি খীসা, ছত্রধর ত্রিপুরা, মোহাম্মদ লিয়াকত আলী খান, এমএম মাহমুদ হাসান, তাহসিন মাসরুফ হোসেন মাসফি, বেগম রহিমা আক্তার লাকী, মো. রবিউল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নিহাদ আদনান তাইয়ান, মো. জাহাঙ্গীর আলম, মো. তারেক মাহমুদ, মুহাম্মদ মঞ্জুর মোর্শেদ, মোহাম্মদ সোহেল রানা, মেহেদী শাহরিয়ার, মোহাম্মদ বদরুল আলম মোল্লা, সাখাওয়াত হোসেন, মো. বদরুদ্দোজা, সৈয়দ মোহাম্মদ ফরহাদ, শাহরিয়ার বিন সালেহ, মীর মনির হোসেন, মো. তানভীর সালেহীন ইমন, আলী হায়দার চৌধুরী, কাজী মো. আব্দুর রহীম, সাইফুল্লাহ মো. নাছির।