এ বছরই ফাইভ জি চালু : মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চলতি বছরেই পরীক্ষামূলকভাবে দেশে ফাইভ জি চালু করা হবে। পৃথিবীতে এখন পঞ্চম প্রজন্মের প্রযুক্তি। এটাকে আমরা ফাইভ জি বলি।
আজ বুধবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ মন্ত্রী এ কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, আপনারা জেনে খুশি হবেন ২০২১ সালের মধ্যে ফাইভ জি পরীক্ষামূলকভাবে চালু করব। ২০২২ সালে আমরা এর সম্প্রসারণ করব। আমরা আশা করব ২০২২ সাল থেকেই আমাদের সব অপারেটর ফাইভ জি প্রযুক্তি বিকাশ ঘটাতে সক্ষম হবে।
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।
সংলাপে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোতাহার হোসেন, যুগ্ম সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, দপ্তর সম্পাদক মোসকায়েত মাশরেক, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তাওহীদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসাইন রাসেল, মুন্না রায়হান, হাসিফ মাহমুদ শাহ, শাহাদাত হোসেন রাকিব ও বেলাল হোসেন।