এ মাস থেকেই চীনে ফিরবেন বাংলাদেশি শিক্ষার্থীরা
কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর দেশে ফিরে আসা বাংলাদেশি শিক্ষার্থীরা চলতি মাস থেকেই চীনে যেতে পারবেন। সম্প্রতি ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যকার বৈঠকের ধারাবাহিকতায় বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরার প্রক্রিয়া বাস্তবায়ন হতে যাচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশি শিক্ষার্থীরা মোট ছয়টি চার্টার্ড ফ্লাইটে করে আগামী ২৬ সেপ্টেম্বর, ১০ অক্টোবর ও ২৪ অক্টোবর ঢাকা থেকে কুনমিং এবং ২৮ সেপ্টেম্বর, ১২ অক্টোবর ও ২৭ অক্টোবর ঢাকা থেকে গুয়াংজু পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
চার্টার্ড ফ্লাইটগুলোতে এ পর্যায়ে প্রায় এক হাজার ৫০০ বাংলাদেশি শিক্ষার্থী চীনে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনে আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।