এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না : মির্জা আব্বাস
জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির অবস্থান স্পষ্ট করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। কথা পরিষ্কার, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি ও দেশের জনগণ যাবে না। এ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হবে, ইনশা আল্লাহ আমরা সে নির্বাচনে অংশ নেব।
আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন। মরহুম হান্নান শাহ স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।
মির্জা আব্বাস বলেন, আমরা বলতে চাই, এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন করার চেষ্টা করলে প্রতিরোধ করা হবে, বাধা দেওয়া হবে। সে বাধার মুখে আপনারা টিকতে পারবেন না।
আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্য নেতাকর্মীদের সব ধরনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান দলের স্থায়ী কমিটির এ সদস্য।
নির্বাচন কমিশন পুনর্গঠন সম্পর্কে মির্জা আব্বাস বলেন, ইদানীং রব উঠেছে, নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে সার্চ কমিটি দিয়ে। ভাই, সার্চ কমিটির নাম কোনো দিন শুনিনি। আওয়ামী লীগের সময় শুনলাম, খালি কয় ‘সার্চ কমিটি সার্চ কমিটি’।
সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এ সার্চ কমিটির কোনো সাংবিধানিক ভিত্তি নেই। আপনারা সার্চ কমিটির মাধ্যমেই করেন আর যেভাবেই করেন- আমরা ওই জায়গায় নেই।