ওয়ান ইলেভেনের উপকারভোগীরা আবার সরব হয়েছে : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন এগিয়ে আসছে তাই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, গুজব রটানো হচ্ছে। ওয়ান ইলেভেনের উপকারভোগীরা আবার সরব হয়েছে। তারা এয়ারকন্ডিশন রুমে বসে জাতিকে নসিহত দিচ্ছে। এটা অশুভ লক্ষণ, এটা ষড়যন্ত্র। তাদের সঙ্গে বিএনপিও উঁকিঝুঁকি শুরু করেছে।’
আজ রোববার দুপুরে নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘ওয়ান ইলেভেনের উপকারভোগীরা আবার সরব হয়েছে। এয়ারকন্ডিশন রুমে বসে বসে নসিহত শুরু করেছে। এটি ষড়যন্ত্রের অংশ। গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তাঁর ভেরিফায়েড ফেসবুকে আমার ও আমার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে ফেসবুক ব্যবহার করেন এজন্য ধন্যবাদ। এতদিন ধরে মির্জা ফখরুল সাহেব যে কথাবার্তা বলেন আর ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, তাতে মনে হয়েছে মির্জা ফখরুল সাহেবকে জ্বিনে ধরেছে।’
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান ও এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
রোববার নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সাত বছর পর সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা।