ওয়াসার এমডির নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
ওয়াসার এমডি হিসেবে তাকসীম এ খানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ রোববার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন।
বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্টে বেঞ্চ থেকে অনুমতি নিয়ে রিট করা হয়েছে। রিটটি আগামীকাল সোমবার শুনানি হতে পারে। রিটে তাঁর (তাকসীম) নিয়োগ চ্যালেঞ্জ করা হয়েছে। তাঁর নিয়োগ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়েছি। রিটে দুদকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।’
রিটকারি এ আইনজীবী বলেন, ‘ওয়াসার এমডি গত ১৩ বছর ধরে এই পদে আছেন। অথচ একটি পদে স্বাভাবিকভাবে পাঁচ বছর, তাঁর বেশি আমাদের ইতিহাসে নেই। ২০০৯ সাল থেকে তিনি একই পদে আছেন। তাঁর সময়ে পানির দাম ৬ টাকা থেকে এখন ১৫ টাকা প্রতি ইউনিট হয়েছে।’
২০০৯ সালে যখন তাঁকে (তাকসীম) নিয়োগ দেওয়া হয়, নিয়োগ পরীক্ষায় নম্বরের মধ্যে ঘষামাজা করে, জাল-জালিয়াতি করে নিয়োগ দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে আইনজীবী সায়েদুল হক সুমন বলেন, ‘ওয়াসার এমডি হতে হলে যে ধরনের অভিজ্ঞতা থাকা দরকার। সেটা ছিল না। কম করে হলেও ২০ বছরের অভিজ্ঞতা থাকা দরকার, সেটা কিন্তু ছিল না। তারপরও নিয়োগ দেওয়া হয়েছে। এরপর সেই মেয়াদ আবার বাড়ানো হয়েছে।’
আইনজীবী সুমন বলেন, ‘তার নিয়োগপত্রে লেখা হয়েছে ভবিষ্যতে চুক্তিভিত্তিক নিয়োগকালে পরীক্ষা ও নম্বর প্রদানের ক্ষেত্রে সতর্ক হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এরমানেই বুঝা যাচ্ছে দুই নম্বরি হয়েছে। এরপরও তিনি বহাল তবিয়তে আছেন। এজন্যই আমরা তার নিয়োগ চ্যালেঞ্জ করে—নিয়োগ অবৈধ ঘোষণার নির্দেশনা চেয়েছি।’