কক্সবাজারে করোনার টিকা কার্যক্রম বন্ধ
করোনাভাইরাসের টিকা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ ঝুলিয়ে দিয়েছে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আজ সোমবার থেকে বন্ধ সদর হাসপাতালে করোনার টিকাদান কার্যক্রম।
এই কেন্দ্রের দায়িত্বে থাকা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নওশেদ রিয়াদ জানান, সিভিল সার্জন অফিস থেকে দেওয়া বরাদ্দ শেষ হয়ে যাওয়ায় কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে বন্ধ হয়ে যায় কক্সবাজারের সাত উপজেলার করোনার টিকা কার্যক্রম। শুধু পেকুয়া উপজেলায় তিনটি ভায়াল টিকা রয়েছে, সেটি আগামীকাল শেষ হয়ে যাবে। এর ফলে প্রথম ডোজ টিকা গ্রহণকারী ২৩ হাজার মানুষ দ্বিতীয় ডোজের টিকা কবে পাবেন তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, কক্সবাজারের জন্য বরাদ্দকৃত করোনার টিকার মজুদ শেষ হয়ে যাওয়ায় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নতুন টিকা আসার পর আবার কার্যক্রম শুরু করা হবে। জেলায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ টিকা পেয়েছে ৭৯ হাজার ৭৯১ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে ৫৬ হাজার ৬২৭ জন। দ্বিতীয় ডোজের টিকা পায়নি প্রায় ২৩ হাজার ১৬৪ জন।
কক্সবাজারে যারা প্রথম ডোজের টিকা গ্রহণ করেছে, তারা সবাই ভারতীয় অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছে।
জেলায় গত ৭ ফেব্রুয়ারি সারা দেশের সঙ্গে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছিল। গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজের টিকা প্রদান শুরু হয়।