কক্সবাজারে করোনায় ছয়জনের মৃত্যু, আক্রান্ত ২৩২
কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৩২ জনের। জেলায় আগস্ট মাসের প্রথম তিনদিনেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। আর তিন দিনের করোনা শনাক্ত হয়েছে ৬৯৯ জনের। কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানিয়েছেন, জুলাই মাস থেকেই জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যু বৃদ্ধি পেয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এর আগে গত ২ আগস্ট করোনায় দুজন এবং ৩ আগস্ট চারজন মারা গেছেন। তিন দিনে মোট ১২ জন মারা গেছে।
এর আগে গত জুলাইয়ে করোনায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। গত বছরের মার্চ থেকে গত ৩০ জুন পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ছিল ১২৬ জন। আর ২০২০ সালের মার্চ হতে চলতি বছরের জুলাই পর্যন্ত ১৬ মাসে জেলায় করোনাতে মোট ১৯০ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ে গড়ে প্রতিদিন দুজনের বেশি করোনায় মৃত্যু হয়েছে।