কক্সবাজারে কোভিড আইসোলেশন সেন্টার ও হাসপাতাল উদ্বোধন
কক্সবাজারে ৫০ শয্যাবিশিষ্ট একটি কোভিড আইসোলেশন সেন্টার ও হাসপাতাল চালু করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে শহরের কবিতা চত্বর এলাকায় করোনা রোগীদের জন্য হোপ ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসাকেন্দ্রটি চালু করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, কক্সবাজারে প্রতিদিন করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঈদুল আজহার পর এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কার রয়েছে।
হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. নাসিম আহমেদ, ডব্লিউএইচওর স্বাস্থ্য পরামর্শক ডা. সেনথানো সায়মন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মো. আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাওশেদ রিয়াদ।
হোপ ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান জানান, এই চিকিৎসাকেন্দ্রে বিনামূল্যে কক্সবাজারে করোনায় আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হবে। এখানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত তিনজন চিকিৎসক, চারজন নার্স, চারজন প্যারামেডিকসহ আরও অন্তত ২০ জন কর্মকর্তা-কমর্চারী কাজ করবেন।