কক্সবাজারে জেলা ছাত্রলীগের সাবেক নেতাসহ দুইজন গুলিবিদ্ধ
কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা যুবলীগনেতা মোনাফ সিকদার গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাঁকে গুলি করে পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলাতলী সুগন্ধা সড়কের শুঁটকি মার্কেটের সামনে হঠাৎ মোনাফ সিকদারকে এলোপাতাড়ি গুলি করে দুর্বৃত্তরা। এ সময় তারেক নামের তাঁর এক সহকর্মীর শরীরেও গুলি লাগে। তাৎক্ষণিক কাউকে চেনা যায়নি। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত অপর জনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মোহাম্মদ শাহীন আবদুর রহমান চৌধুরী জানান, আহত মোনাফ সিকদারের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান, ঘটনাটি কারা ঘটিয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।