কক্সবাজারে দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে দুইজন নিহত
কক্সবাজার শহরের রুমালিয়ার ছরা সিকদার বাজার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, কক্সবাজার শহরের রুমালিয়ার ছরা সিকদার বাজার পাহাড়ি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রায়হান ও সাদ্দাম পক্ষের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। সোমবার সন্ধ্যায় রায়হান পক্ষের ১৫/২০ জন সন্ত্রাসী সিকদার বাজারে এলে সাদ্দাম পক্ষের সন্ত্রাসীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও পরে ব্যাপক গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে কক্সবাজার সদর থানার একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, সংঘর্ষ ও গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে। নিহতদের একজন রায়হান গ্রুপের প্রধান রায়হান, অপরজনের নাম শাহেদ বলে জানা গেছে।
রায়হানের বাবার নাম নুরুল আলম। তার বাড়ি সিকদার বাজারের পার্শ্ববর্তী বাচামিয়ার ঘোনা। অপর নিহত শাহেদের বাড়ি শহরের টেকপাড়া এলাকায়। নিহত দুইজনই একইপক্ষের সদস্য বলে জানিয়েছে এলাকাবাসী। এ ছাড়া গোলাগুলির ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ হাসান নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।
শহর পুলিশ ফাঁড়ির ওসি আরও জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় এই দুইপক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, খাস ও পাহাড়ি জায়গা দখল-বেদখল নিয়ে দ্বন্দ্ব রয়েছে। পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।