কক্সবাজার মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্রনেতা নিহত
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রনেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন জন। এর মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজন হলেন কক্সবাজার শহরের পাহাড়তলীর মোহাম্মদ ওসমানের ছেলে কফিল উদ্দীন রিফাত। তিনি কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। নিহত অপরজন হলেন কলাতলী এলাকার জালালের ছেলে আসিফ চৌধুরী। তিনি শহরের ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ছিলেন।
কক্সবাজার মেরিন ড্রাইভ রোডের হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুল হক মোটরসাইকেল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত দুই মোটরসাইকেলই দ্রুতগতিতে চলছিল। এর মধ্যেই বিপরীত দিক থেকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রিফাত ও আসিফ নামের দুজনকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নওশাদ জানান, হাসপাতালে আনার আগেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এদিকে, আহত তিন জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।