কঠোর লকডাউনের মধ্যেও ভোলায় আসছে কর্মহীন মানুষ
কঠোর লকডাউনের মধ্যেও রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রাম থেকে ভোলায় আসছে কর্মহীন অসহায় মানুষ। তবে থেমে নেই প্রশাসনের কঠোরতা। শহর ও শহরতলীর রাস্তা এবং হাট-বাজারে অভিযান অব্যাহত রয়েছে। জরিমানা করা হচ্ছে খোলা রাখা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে।
প্রতিদিন ফেরি ও ট্রলারে করে শত শত মানুষ ভোলায় ঢুকছে। পুলিশি ব্যারিকেটসহ নানা ধরনের বাধা পেরিয়ে আসছে এসব মানুষ। চাকরি না থাকায় শহরে বসবাসের কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত গ্রামের বাড়ি চলে আসছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছে। তবে ফেরি থেকে নেমেই পড়তে হচ্ছে আইশৃঙ্খলা বাহিনীর প্রশ্নের জালে। নানা ধরনের অজুহাতে পার পেতে হচ্ছে এদের।
চট্টগ্রাম থেকে আসা মো. সাইফুল্লাহ যাবেন লালমোহন। গত ২০ দিন আগে একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন। গত ৪ জুলাই চাকরি না থাকায় তিনি দেশে ফিরেছেন। থাকা ও খাবারের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তিনি ভোলায় ফিরেছেন। অনেক বাধা পেরিয়ে ভোলায় পৌঁছে বোরাক আর মাহেন্দ্রতে করে যাবেন। একই অবস্থা হানিফ, রাজ্জাকসহ আরেও অনেকেরই।
অপরদিকে, থেমে নেই প্রশাসনের কঠোরতা। শহর থেকে শহরতলীর হাট-বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান খোলায় জরিমানা গুনতে হচ্ছে তাদের।