কঠোর বিধিনিষেধ : আজও ৩০৩ জন গ্রেপ্তার
করোনারোধে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধের দশম দিনে নির্দেশনা অমান্য করে অকারণে বাইরে বের হওয়ায় রাজধানীতে গ্রেপ্তার হয়েছেন ৩০৩ জন। এ ছাড়া ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এনঠিভি অনলাইনকে এ তথ্য জানান।
এ নিয়ে গত দশ দিনে মোট চার হাজার ৭৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, ‘সকাল থেকে ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৩০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ ১৬ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া জরুরি কাজ ছাড়া সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ১৮৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। পাশাপাশি চার লাখ ৪৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইফতেখায়রুল ইসলাম জানান, করোনারোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া মানুষকে সচেতন করতেও কাজ করছে পুলিশ।