‘কঠোর লকডাউনে’ নিম্ন আদালত বন্ধ থাকবে
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের মধ্যে দেশের সব আদালত আগামী ৭ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের ক্ষেত্রেও সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় প্রত্যেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একজন এবং ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী জেলা বা মহানগরে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এক বা একাধিক বিচারক স্বাস্থ্যবিধি অনুসরণ করে শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশুকে উক্ত সময়ে সাংবিধানিক বাধ্যবাধকতায় শারীরিক উপস্থিতিতে দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থাপন করা যাবে। এ ছাড়া ‘দ্য নেগোশিয়েল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১সহ যে সব আইনে মামলা কিংবা আপিল দায়েরের ক্ষেত্রে সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারিত আছে, সে সব আইনের অধীনে মামলা বা আপিল শারীরিক উপস্থিতিতে আদালত খোলার সাত দিনের মধ্যে করা যাবে বলে জানানো হয়েছে।
এ সময় অধস্তন আদালতে বিচারক এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল না ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
অপরদিকে সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালতের মাধ্যমে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কাজও সীমিত পরিসরে চলবে বলে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতীব জরুরি বিষয়ে শুনানি করবেন।
এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও বিচারপতিদের না আসার অনুরোধ করা হয়েছে।
আপিল বিভাগ ও চেম্বার আদালতের বিচারকাজ নিয়ে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ ও ৭ জুলাই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ফৌজদারি আপিল ও জেল আপিলের শুনানি হবে।