কবর থেকে তোলা হলো শিক্ষার্থী আবু সাঈদের লাশ
শেরপুর সদর উপজেলার শিক্ষার্থী আবু সাঈদের মরদেহ কবর থেকে তোলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করায় আদালতের নির্দেশে তাঁর মরদেহ উত্তোলন করা হয়। আজ বুধবার সকালে মরদেহ উত্তোলনের সময় নির্বাহী বিচারক মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
নিহত আবু সাঈদের বাড়ি শেরপুর সদরের গাজিরখামার ইউনিয়নের শালচূড়া গ্রামে। তিনি স্থানীয় নূর হোসেনর ছেলে।
নিহত আবু সাঈদের পরিবারের অভিযোগ, ১১ জুন সন্ধ্যায় আবু সাঈদকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পরে তা সড়ক দুর্ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা। নিহত আবু সাঈদের সঙ্গে একজন মেডিকেল পড়ুয়া ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের কারণেই আতিক, জাকির, তরিকুলসহ বেশ কয়েকজন আবু সাঈদকে ডেকে নিয়ে হত্যা করে।
এ ঘটনায় আদালতে সাতজনকে নামীয় এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা হিসেবে অভিযুক্ত করে মামলা করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে আবু সাঈদের মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলনের নির্দেশ দেন। সে নির্দেশের পরিপ্রেক্ষিতেই আবু সাঈদের মরদেহ উত্তোলন করা হয়।