কবি কাজী রোজীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, কবিতার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচারে তাঁর সাহসী ভূমিকা স্মরণীয় থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে আজ রোববার কাজী রোজীর মেয়ে সুমী সিকানদার ফেসবুকে এক পোস্টে তাঁর মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পোস্টে তিনি লেখেন, ‘আমার মা, কবি কাজী রোজী আজ (২০ ফেব্রুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে মারা গেছেন। দয়া করে তাঁর রুহের মাগফিরাত কামনা করুন।’
এর আগে সুমী সিকানদার ফেসবুকে লিখেছিলেন, শারীরিক জটিলতা নিয়ে গত ৩০ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে কাজী রোজীকে ভর্তি করা হয়। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল। তবে সে সময় তাঁর মস্তিষ্ক কাজ করছিল না, কিডনিতে ইনফেকশন; মাল্টি অর্গান সমস্যা ছিল।
১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় কাজী রোজী জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৭ সালে তথ্য অধিদপ্তরের কর্মকর্তা হিসেবে তিনি অবসর নেন। ১৯৬০-এর দশকে কবিতা লেখা শুরু করেন কাজী রোজী।