কবি নজরুল ইসলাম এখনও উপেক্ষিত : ন্যাপ
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখনও উপেক্ষিত’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
রাজধানীর নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে আজ বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভায় ন্যাপ মহাসচিব এসব কথা বলেন। জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আলোচনা সভার আয়োজন করে।
‘সরকারের কোনো আনুষ্ঠানিক দলিলপত্রে জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলামের নাম নেই’ বলে দাবি করেন গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘আমাদের দেশের একদল উচ্চমার্গের সুবিধাবাদী কবি, সাহিত্যিক, পণ্ডিত মনে মনে হিসাব করেন, নজরুল চর্চা করে চট করে প্রগতিবাদীর তকমা অর্জন করা কঠিন। তাই তাঁরা এপথে হাঁটেন না। যতটুকু হাঁটেন তা নিছকই লোক দেখানোর জন্য হাঁটেন।’
ন্যাপ মহাসচিব বলেন, ‘বাংলার অন্য কোনো কবি তাঁদের গানে, কবিতায়, প্রবন্ধ, ভাষণে এবং ব্যক্তিজীবনে অসাম্প্রদায়িক চিন্তা, চেতনার কথা এত স্পষ্ট করে, সাহসের সঙ্গে উচ্চারণ কিংবা চর্চা করেননি।’
গোলাম মোস্তফা বলেন, ‘সাধারণ মানুষের পক্ষে, অন্যায়, অসুন্দর, অকল্যাণ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নজরুলের মতো বিরামহীন কেউ লেখেননি।’
জাতীয় জনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ সভাপতি মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারের সভাপতিত্বে ও মহাসচিব কবি এনামুল হক কাফির সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় নারী আন্দোলনের সভাপতি মিতা রহমান, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, জাগো বাংলাদেশ শিশু-কিশোর ফেডারেশনের সভাপতি মোহাম্মদ জামাল শিকদার প্রমুখ।