কমলাপুরে বেড়েছে টিকেটপ্রত্যাশীদের ভিড়, লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল
ঈদের আগাম টিকেট বিক্রির তৃতীয় দিন আজ রোববার কমলাপুর রেলস্টেশনে টিকেটপ্রত্যাশীদের ভিড় আরও বেড়েছে। টিকেট পাওয়ার জন্য ক্রমেই বড় হচ্ছে মানুষের সারি।
আজ রোববার টিকেট পাওয়ার জন্য অনেকেই গতকাল শনিবার থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত হয়ে পড়েছেন অনেকে। এ ছাড়া লাইনে দাঁড়ানো নিয়ে টিকেটপ্রত্যাশীদের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটছে।
এদিকে, লাইনের পেছনে থাকা টিকেটপ্রত্যাশীদের মধ্যে টিকেট না পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। টিকেট না পেলে আগামীকাল সোমবার আবার লাইনে দাঁড়াবেন বলে জানিয়েছেন অনেকে।
গত শুক্রবার থেকে ঈদের আগাম টিকেট বিক্রি শুরু হয়। আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনের টিকেট বিক্রি দুই থেকে তিন ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে। ফলে, যাঁরা টিকেট পাননি, তাঁরা আজ টিকেট পেতে লাইনে দাঁড়িয়ে আছেন। ফলে, ভোগান্তি তৈরি হয়েছে। প্রথমত, সবাই ক্লান্ত। দ্বিতীয়ত, টিকেট না পেয়ে পরের দিনের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে কখনও-কখনও হট্টগোল দেখা দিয়েছে। আগে-পরে দাঁড়ানো নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা তৈরি হচ্ছে।