করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৫২৯
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৫২৯ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৮৫ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে করোনাবিষয়ক নিয়মিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৪০ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৪৩ হাজার ৩৮৮ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৬৩ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪০ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৬টি ল্যাবে ২০ হাজার ১৩২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৬২টি। মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ও ৬১ থেকে ৭০ বছরের মধ্যে তিনজন এবং ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন।
শেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজন ঢাকা বিভাগের, চট্টগ্রাম বিভাগের দুজন এবং খুলনা বিভাগে দুজন। এর মধ্যে সাতজন সরকারি হাসপাতালে ও একজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।