করোনায় শানাক্ত আরও ৪
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও চারজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ২০ লাখ ৩৭ হাজার ৮৫৪ জন।
আজ শুক্রবার (৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। এনিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জন।
এদিকে করোনায় সুস্থ হয়েছে গত ২৪ ঘণ্টায় ৪০৪ জন। এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছে ২০ লাখ তিন হাজার ৭৯৮ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৩১ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।