করোনাকালেও খাদ্যসংকট হয়নি : কৃষিমন্ত্রী
দেশে খাদ্যের ভাল উৎপাদন হওয়ার কারণেই করোনাকালেও খাদ্যসংকট হয়নি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমরা যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ সেটা প্রমাণ হয়েছে।
কৃষিমন্ত্রী আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তর থেকে অনলাইনে বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন। সভাটি সঞ্চালনা করেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংস্থাপ্রধান ও প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, গত আউশ-আমনে চালের ফলন ভাল হয়নি। অন্যদিকে সরকারি ও বেসরকারিভাবে প্রয়োজনীয় চাল নানা কারণে আমদানি করা সম্ভব হয়নি। ফলে সবাই ধারণা করেছিলেন, করোনা মহামারির কারণে অর্থনৈতিক মন্দা ও স্থবিরতায় বাংলাদেশে চরম খাদ্যসংকট দেখা দিবে। হয়তো দুর্ভিক্ষ দেখা দিবে। কিন্তু নিজস্ব উৎপাদন ভাল হওয়াতেই বাংলাদেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার হয়নি।
মন্ত্রী বলেন, এ বছর আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছিলাম চালের উৎপাদন বৃদ্ধির জন্য। বেশি জমি চাষের আওতায় আনা ও হাইব্রিড জাতের ধান চাষে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছিল। বীজ, সারসহ নানা প্রণোদনা কৃষকদেরকে প্রদান করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় এক লাখ ৩০ হাজার হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। প্রায় তিন লাখ ২৭ হাজার হেক্টর জমিতে হাইব্রিডের আবাদ বেড়েছে। আমরা আশা করছি, গত বছরের তুলনায় ১০-১২ লাখ টন চাল উৎপাদন বেশি হবে। মাঠ থেকে যেসব তথ্য পেয়েছি তাতেও দেখছি চাষিরা ভাল ফলন পেয়েছে, তারা খুশি। ধানের দামও ভাল। আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে।