করোনাভাইরাস শনাক্তে দেশীয় কিটের অনুমোদন
করোনাভাইরাস শনাক্তে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেডের উদ্ভাবনকৃত আরটি-পিসিআর কিট অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এই অনুমোদনের ফলে প্রতিষ্ঠানটি কিট উৎপাদন ও সরবরাহ করতে পারবে।
আজ শনিবার রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এনটিভি অনরাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘জরুরি প্রয়োজনে ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেডের উদ্ভাবনকৃত আরটি-পিসিআর কিট অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি তাদের এই অনুমোদন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আমাদের কাছে অনুমোদনের আবেদন করেছিল। আমরা সব কিছু যাচাই-বাছাই শেষে তাদের অনুমোদন দিয়েছি।’
উপপরিচালক বলেন, ‘ওএমসি হেলথকেয়ার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিয়ম মেনেই কিটটি প্রস্তুত করেছে বলে আমাদের মনে হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটি তাদের কিট বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহ করতে পারবে। বাংলাদেশে এটাই প্রথম কোনো প্রতিষ্ঠান, যারা করোনা ভাইরাসের কিট উদ্ভাবন করে ঔষধ প্রশাসনের অনুমোদন পেয়েছে।’
‘বিদেশ থেকে আনা কিট দিয়ে করোনার নমুনা পরীক্ষা করতে যে খরচ হবে, ওএমসি হেলথকেয়ারের কিটে তার চেয়ে ৩০ শতাংশেরও কম খরচ হবে বলে আমরা জেনেছি। প্রতিষ্ঠানটি দিনে ৪০ হাজারের বেশি কিট উৎপাদন করতে পারবে। এ ছাড়া করোনা পরিস্থিতিতে বিদেশ থেকে কিট আমদানি করাও মুশকিল। সব মিলিয়ে এই অনুমোদন।’ যোগ করেন মোহাম্মদ সালাউদ্দিন।