করোনার টিকা দিতে চায় বেসরকারি হাসপাতালগুলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিলে বেসরকারি হাসপাতালগুলোকে করোনার টিকা দেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রম : বেসরকারি স্বাস্থ্যখাতের সম্পৃক্ততা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে করোনার টিকা দেওয়ার কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে দাবি জানায় বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা রোগীর সেবাদানসহ স্বাস্থ্যখাতের অগ্রগতিতে বেসরকারি হাসপাতালের ভূমিকা তুলে ধরে, সরবরাহ পাওয়া সাপেক্ষে তাদেরও টিকা দেওয়ার অনুমতি দেওয়া হতে পারে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা খুশি যে আপনারা ভলান্টিয়ার করেছেন যে এই ভ্যাকসিন কার্যক্রমে আপনারা যুক্ত হতে চান। যেভাবে আপনারা যুক্ত হয়েছেন টেস্টিংয়ে এবং করোনা চিকিৎসায়। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ আমরা গ্রহণ করছি। এবং ইনশা আল্লাহ আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আপনারাও ভ্যাকসিন কার্যক্রমে যুক্ত হতে পারবেন।’