করোনার টিকা নিলেন তারেক রহমানের শাশুড়ি
করোনাভাইরাসের টিকা নিয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনার টিকা নেন সৈয়দা ইকবাল মান্দ বানু।
অর্থোপেডিক চিকিৎসক শাহ মো. আমান উল্লাহর তত্ত্বাবধানে সৈয়দা ইকবাল মান্দ বানুকে করোনার টিকা নেওয়ার জন্য বিএসএমএমইউতে নেওয়া হয়।