করোনার নতুন হটস্পট বাগেরহাটে আরও পাঁচ উপজেলা
বাগেরহাটে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় করোনা সংক্রমণের হার আজ শুক্রবার বেড়ে ৫০ শতাংশে দাঁড়িয়েছে।
ফকিরহাট উপজেলায় করোনা সংক্রমণের হার ৬৫ দশমিক ২১ শতাংশ।
রামপাল উপজেলায় ৬২ দশমিক ০৫ শতাংশ।
করোনার হটস্পট মোংলায় উপজেলায় করোনা সংক্রমণের হার এখনও ৫০ শতাংশ।
বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ১৭৮ জনের নমুনা পরীক্ষায় ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বাগেরহাটে মোংলার পাশাপাশি নতুন হটস্পট আরো পাঁচ উপজেলা ফকিরহাট, রামপাল, বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জ।
বাগেরহাট স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
মোংলায় ২০টি নমুনা পরীক্ষায় ১০ জন করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার তুলনায় প্রায় পাঁচ শতাংশ বেশি। নতুন করে করোনার হটস্পট হয়ে ওঠা ফকিরহাটে ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যা গত ২৪ ঘণ্টার তুলনায় চার শতাংশ বেশি।
বাগেরহাট সদরে ৪১টি নমুনা পরীক্ষায় ১৯ জন করোনা শনাক্ত হয়েছে। সদরে করোনা সংক্রমণের হার ৪৬ দশমিক ৩৪ শতাংশ। মোংলার পাশাপাশি ফকিরহাট, রামপাল, বাগেরহাট সদর, শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা করোনা সংক্রমণের নতুন হটস্পটে প্রতিদিনই আশঙ্কাজনক হারে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৫৬৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
বাগেরহাটে দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। চিকিৎসার জন্য ৫০ শয্যার একটি করোনা ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। রয়েছে সেন্ট্রাল অক্সিজেনের সরবরাহ ব্যবস্থা।