করোনার প্রকোপ কমে এলে কমিশন গঠন : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বাংলার মানুষের কাছে তাদের মুখ উন্মোচনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে একটি কমিশন গঠন করা হবে। করোনার প্রকোপ কমে এলে এই কমিশন গঠন করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
আজ রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
আনিসুল হক বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ও আইনের শাসন বিশ্বাস করতেন না। তিনি বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে চাকরি দিয়েছেন। তবে শেখ হাসিনা সরকারের অঙ্গীকার, আমি আপনাদের কথা দিচ্ছি, যতক্ষণ বঙ্গবন্ধুর পলাতক সব খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের ধরে আনার প্রচেষ্টা চলবে।
আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমান আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জামশেদ শাহ প্রমুখ।