করোনার হার বাড়ায় স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ
দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার বৃদ্ধির প্রবণতা দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রোববার পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
করোনা সংক্রমণের হার বাড়ার জন্য সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং মাস্ক না পরাকে দায়ী করেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা প্রতিরোধে অবদান রাখায় চিকিৎসা পেশার সঙ্গে জড়িতসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ দেন জাহিদ মালেক।
টিকার অভাবে বিশ্বের অনেক দেশ এখনো করোনার টিকা প্রদান শুরু করতে পারেনি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে টিকার কোনো সংকট নেই। প্রাধিকারযোগ্য সবাইকে দ্রুত টিকা নেওয়ারও আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমাদের সংক্রমণের হার একটু বৃদ্ধি পাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা বেপাল্লা হয়ে গেছি। কক্সবাজারে বিচে আমরা লাখো লোক ঘোরাফেরা করছি। আমরা বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠান উপভোগ করে বেড়াচ্ছি। বেপরোয়াভাবে সামাজিক দূরত্ব বজায় রাখছি না। আমরা মাস্ক পরছি না। অন্যান্য দেশে সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। আমরা যে অর্জন করেছি, সেই অর্জন আমরা ধরে রাখতে চাই।’