করোনায় আক্রান্ত বাড়ছেই, মৃত্যু আজ ছয়জনের
দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ২৮ জনের। নতুন করে আরও ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৭৯ হাজার ৩২৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৮ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৪ হাজার ১৫০ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৪৮টি ল্যাবে ২১ হাজার ৬১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২১ হাজার ৪০০টি। করোনা শনাক্তের হার এক দশমিক ৫২ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৪ দশমিক ২০ শতাংশ।
মৃতদের মধ্যে পুরুষ চারজন ও নারী দুজন। এর মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন। এ নিয়ে নারীর মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১০০ জন, পুরুষ ১৭ হাজার ৯২৮ জন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে একজন, রাজশাহী বিভাগে দুজন, বরিশালে একজন, রংপুর বিভাগে দুজন। এর মধ্যে সবাই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চে। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।