করোনায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়ে চলেছে। তবে, এতে আতঙ্কিত না হয়ে এ বিষয়ে এখন থেকেই সবাইকে সতর্ক থাকতে হবে। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী আজ রোববার রাজধানীর মহাখালীতে আইসিডিডিআরবিতে কলেরা টিকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রথম দফায় যখন করোনা ছড়িয়ে পড়ে, তখন আমরা কার্যকর পদক্ষেপ নিয়েছি এবং সফল হয়েছি। আবারও সংক্রমণ বাড়তে শুরু করেছে। এখনও আমরা বসে নেই। আমরা সব ধরনের পদক্ষেপ নিয়ে কাজ করছি।’
সরকারের টিকা কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আমরা দেশের টার্গেটকৃত সবাইকেই টিকা দিতে পেরেছি। এতে সংক্রমণ এক শতাংশের নিচে চলে এসেছিল। আমাদের মৃত্যু প্রায় শূন্যের কোটায়। এটিও আমাদের অনেক বড় সাফল্য।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আবার সংক্রমণের হার ১৫ শতাংশে উঠে এসেছে। করোনায় আমাদের মন্ত্রণালয়ের অনেকেই আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় আমাদের সচেতন হতে হবে। সবাইকেই মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। সবাইকে সতর্ক হয়ে ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’